ভোটব্যাঙ্কের তুষ্টিকরণ, আদালত থাপ্পড় মেরেছে: ওবিসি বাতিল নিয়ে আক্রমণ মোদির

বাংলায় ওবিসি সার্টিফিকেট বাতিলের রায় নিয়ে ইন্ডিয়া জোটকে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি বলেন, ‘কলকাতা হাইকোর্ট ইন্ডিয়া জোটকে একটা বড় থাপ্পড় মেরেছে। হাইকোর্ট রাজ্যের জারি করা সব ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে।’ একইসঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূলকে কটাক্ষ করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গের সরকার ভোটব্যাঙ্কের জন্য, যাচাই না করেই মুসলিমদের ওবিসি সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এই ভোটব্যাঙ্কের রাজনীতি, তুষ্টিকরণের রাজনীতি সব সীমা ছাড়িয়ে যাচ্ছে। আজ আদালত থাপ্পড় মেরেছে।’

এদিকে বুধবারই ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের রায় নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘বদমায়েশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে। কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও এই রায় আমি মানি না। যেমন ২৬ হাজার শিক্ষক বাতিল করেছিল বিজেপি, আমি বলেছিলাম ওদের রায় মানি না। তেমনই আজ বলছি, যেই রায় দিয়ে থাকুন, বিজেপির রায় আমরা মানব না। ওবিসি রিজার্ভেশন চলছে চলবে।’ একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটা কলঙ্কিত অধ্যায়। কীভাবে বাড়ি বাড়ি সার্ভে করে ওবিসি রিজার্ভেশন করা হয়েছিল। ২০১২ সাল থেকে এই কাজ চলছে। সরকারের পলিসি নিয়ে কেন এই সিদ্ধান্ত?’