ব্যাঙ্গালুরু ২৭মে: কর্ণাটকের কোপ্পাল জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শিবরাজ থাঙ্গাদাগি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐশ্বরিক আদেশের সাম্প্রতিক দাবির তীব্র সমালোচনা করেছেন। কর্ণাটকের উত্তর-পূর্ব স্নাতক নির্বাচনী এলাকায় কংগ্রেস প্রার্থী চন্দ্রশেখর পাতিলের পক্ষে সমর্থকদের সম্বোধন কর মন্ত্রী থাঙ্গাদগি একটি ভিন্ন এজেন্ডার প্রস্তাব করে প্রধানমন্ত্রী মোদির দাবির জবাব দিয়েছেন। তিনি বলেন, “সম্ভবত ঈশ্বর তাকে (মোদি) ভারতে দাম বাড়াতে পাঠিয়েছেন।”
মন্ত্রী শিবরাজ থাঙ্গাদগি মৌলিক গণতান্ত্রিক নীতির উপর জোর দিয়ে বলেন, “যদিও কংগ্রেস ৫০ বছর দেশ শাসন করেছিল, তারা একবারও দাবি করেনি যে ঈশ্বর আমাদের পাঠিয়েছেন। ভোটাররা আমাদের পাঠিয়েছেন, তাদের জন্য কাজ করতে হবে।বিজেপির বক্তৃতার সঙ্গে কংগ্রেস দলের পদ্ধতি বিপরীত। কংগ্রেস সত্য বলার চেষ্টা করে।” থাঙ্গাদগি ভোটারদের প্রতি কংগ্রেস পার্টির শ্রদ্ধাকে জোর দেন।” তিনি বলেন,কংগ্রেসের কোন নেতা নিজেদেরকে দেবতার সঙ্গে তুলনা করে না।
শোনা যায় তিনি নাকি ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টাই কাজ করেন। দেখা যায়, সকাল থেকে রাত পর্যন্ত একই উৎসাহের সঙ্গে কর্তব্য পালন করে চলেছেন তিনি। বিশেষ করে ভোটের সময়। কখনও সভা, কখনও রোড শো, কখনও সাক্ষাৎকার দেওয়া, কখনও দলীয় নেতাদের সঙ্গে বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ) সদা শশব্যস্ত। অথচ ক্লান্তির চিহ্নমাত্র নেই তাঁর শরীরে। কীভাবে সম্ভব? এ প্রশ্নের উত্তরে চমকপ্রদ দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদি । তিনি দাবি করেছেন, তিনি নিশ্চিত তিনি জৈবিক প্রক্রিয়ায় এই এনার্জি পাননি। পরমেশ্বরের আশীর্বাদই তাঁর এনার্জির উৎস। মন্ত্রী বলেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন, “মা যতদিন বেঁচে ছিলেন আমার মনে হত, হয়তো জৈবিক প্রক্রিয়ায় আমার জন্ম হয়েছে। কিন্তু মায়ের মৃত্যুর পর নানা রকম অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত হয়ে গিয়েছি যে আমাকে পরমাত্মা পাঠিয়েছেন। এত শক্তি আমি কোনও জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি। ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান, সেজন্য আমাকে এই শক্তি তিনিই দিয়েছেন। আমাকে সামর্থ্যও তিনি দিয়েছেন, সদিচ্ছাও তিনি দিয়েছেন, প্রেরণাও তিনিই দিচ্ছেন।”
কর্ণাটকের মন্ত্রী তাই কটাক্ষ করে বলেন,”সম্ভবত ঈশ্বর তাকে (মোদি) ভারতে দাম বাড়াতেও পাঠিয়েছেন।”
