১৯৪৭ –এর পর প্রথমবারের জন্য ভোট দিলেন নিকবোরের শম্পেন জনজাতিরা

১৯৪৭-দেশ স্বাধীনের পর এই প্রথম। ২০২৪-এ জীবনের প্রথমবার ভোট দিয়ে ইতিহাস গড়ল নিকবোরের শম্পেন জনজাতিরা। এদিন সাংবাদিক সম্মেলন করে এই সাফল্য তুলে ধরল ইলেকশন কমিশন। শম্পেন উপজাতিদের পাশাপাশি প্রায় দেশের বহু জায়গায় মানুষ প্রথম নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। শম্পেন বা শোম পেন হল গ্রেট নিকোবর দ্বীপের অভ্যন্তরের এক আদিবাসী সম্প্রদায়। ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অংশ । শম্পেনকে তফসিলি উপজাতির তালিকার মধ্যে বিশেষভাবে দুর্বল উপজাতীয় গোষ্ঠী হিসাবে মনোনীত করা হয়েছে ।
এদিন সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, দেশে বসবাসকারী বহু উপজাতি সম্প্রদায় এখনও শহরের চাকচিক্য দেখেননি। তারা শহর থেকে বিচ্ছিন্নভাবে বসবাস করছে। জানেই না দেশ চাঁদে পৌঁছে গেছে। বদলে গেছে পৃথিবী। তবে ধীরে ধীরে আমরা তাঁদের কাছে পৌঁছানর চেষ্টা করেছি। এবং সফলও হয়েছি। এই প্রথমবার ভোটদান করেছেন নিকোবরের শম্পেন জনজাতি সম্প্রদায়ের মানুষরা।