ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ লোকসভায় ৩ সাংসদ পাঠাচ্ছে

তিরুঅনন্তপুরম ৫জুন:ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ(আইইউএমএল)১৯৫২ সালের লোকসভা নির্বাচন থেকে তার নির্বাচনী সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।
দলটি এবার মালাপুরম এবং পোন্নানির দুর্গ ধরে রেখেছে এবং রামনাথপুরমে বিজেপি এবং এআইএডিএমকে পরাজিত করেছে।৩টি আসনে প্রার্থী দিয়ে ৩টিতে জিতে রেকর্ড করেছে। পার্টির কর্মীদের উৎসাহী প্রচারাভিযান এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ-এর কৌশলগত নির্বাচনী সমর্থন ইন্ডিয়া জোটের দিকে থাকায় তারা সাফল্য পেয়েছে বলে দলটি দাবি করেছে।
ই.টি. মোহাম্মদ বশীর মালাপুরম থেকে জিতেছেন,ড.এমপি আবদুসামাদ সমাদানি পোন্নানি কেন্দ্র থেকে এবং তামিলনাড়ুর রামানাথপুরম থেকে নির্বাচিত হয়েছেন নাভাসকানি কে। আইইউএমএল সমর্থিত, কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফও কেরালায় ২০টির মধ্যে ১৮টি আসন পেয়েছে, যখন ডিএমকে-আইইউএমএল-কংগ্রেস জোট তামিলনাড়ুতে ৩৯টি লোকসভা আসন লাভ করেছে।
জয়ী প্রার্থীরা মানবাধিকার রক্ষায় অবিচল থাকবেন বলে জানিয়েছেন।