অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চন্দ্রবাবু নাইডু। এই নিয়ে চতুর্থবার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসলেন টিডিপি প্রধান। লোকসভা নির্বাচনের সঙ্গেই বিধানসভার নির্বাচন হয় অন্ধ্রপ্রদেশে। ৪ জুন ফলাফল দেখা যায় একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তেলুগু দেশম পার্টি। প্রসঙ্গত, ১৭৫ আসনের অন্ধ্র বিধানসভায় বিজেপি, টিডিপি ও জন সেনা জোট ১৬৪ আসন জিতেছে। বুধবার বিজয়ওয়াড়ায় মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি। এদিন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই চন্দ্রবাবু নায়ড়ুকে অভিনন্দন জানান মোদি। এদিন নায়ড়ুর ছেলে নারা লোকেশ ও জন সেনা প্রধান পবন কল্যাণও শপথ নিয়েছেন। কল্যাণই সম্ভবত অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হবেন। এদিন মন্ত্রিসভায় আরও ২৪ জন সদস্য শপথ নেন।
