দীর্ঘ ১৫ বছর শিকল বাঁধা অবস্থায় দিন কাটাচ্ছে রায়দীঘির যুবক

দীর্ঘ ১৫ বছর পায়ে শিকল বাঁধা অবস্থায় দিন কাটাচ্ছে মানসিক ভারসাম্যহীন এক যুবক সুন্দরবনের রায়দীঘিতে। রায়দীঘির শ্রীফলতলা গ্রামের যুবক ইব্রাহিম মোল্লা এলাকায় ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলো। বেশ কয়েক বছর আগে হঠাৎই অসুস্থতার কারণে করুণ অবস্থার শিকার এই যুবক। দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের রায়দিঘির শ্রীফলতলা গ্রামের বাসিন্দা এই যুবক। জানা গিয়েছে, এই যুবকের নাম ইব্রাহিম মোল্লা। তাঁর করুণ অবস্থা দেখে রীতিমতো চিন্তায় পড়ে গেছেন এলাকার মানুষ।
৩৬ বছরের ইব্রাহিম মোল্লা রায়দীঘি এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। ব্যবসা করে ভালোমতোই তিনি জীবন যাপন করছিলেন। কিন্তু হঠাৎই দেখা যায় অসুস্থতা। আচমকাই মানসিক অসুস্থতার শিকার হন তিনি। বর্তমানে তিনি রীতিমতো রাস্তায় ঘুরে বেরাচ্ছেন পায়ে বাঁধা রয়েছে শিকল। আর সেই শিকলবন্দি অবস্থাতেই রাস্তাঘাটে ঘুরছেন তিনি। কয়েকদিন নয়, প্রায় ১৫ বছর ধরে তিনি এভাবেই শিকলবন্দি হয়ে জীবন কাটাচ্ছেন। বিনা চিকিৎসাতেই এভাবে পড়ে রয়েছেন তিনি।
স্থানীয় বাসিন্দারা বলেন, এই যুবক ব্যবসা কর ছিলেন, ভালো ছেলে কিন্তু মাথা খারাপ হয়ে যাওয়ায় পায়ে শিকল বাঁধা তাঁর। তাঁর ভাই বা মা কেউই ঠিকমতো চিকিৎসাও করাতে পারছেন না বলে তাঁর পরিবার সূত্রে জানা গেল। কখনো খেতে পাচ্ছেন ওই যুবক আবার কখনো না খেয়েই দিন চলে যায় তাঁর। এ ভাবেই ইব্রাহিম মোল্লা প্রায় ১৫ বছর ধরে এরকম পায়ে শিকল বেঁধে গ্রামে ঘুরে বেরাচ্ছেন। তাঁর পরিবার ও গ্রামের মানুষেরা চান সরকারি তৎপরতায় ওর ভালো চিকিৎসার মাধ্যমে ওকে দ্রুত সুস্থ করে শিকল মুক্ত করা হোক ওর আগামী জীবন।