নয়াদিল্লি, ১৫জুলাই : উত্তরপ্রদেশের প্রয়াত রাজনীতিবিদ মুখতার আনসারির ছেলে উমর আনসারি সুপ্রিম কোর্টে অভিযোগ করেছেন, জেলে তার বাবাকে দেওয়া খাবারে “বিষ” ছিল এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়, যার কারণে তিনি জেল হেফাজতে মারা যান ।
বিচারপতি হৃষিকেশ রায় এবং এসভিএন ভাট্টির একটি বেঞ্চ মুখতার আনসারির ছেলে উমর আনসারির দায়ের করা একটি আবেদনের শুনানিতে বান্দা জেলের নিরাপত্তা ব্যবস্থার কথা উঠে আসে ।
গত ২৮ মার্চ জেলবন্দি অবস্থায় রাজনীতিবিদ মুখতারের মৃত্যু হয়েছিল। সেই মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর পরিবার। তাদের দাবি, মুখতারকে ধীরে ধীরে বিষ প্রয়োগ করে খুন করা হয়েছে। সমাজবাদী পার্টি, কংগ্রেস-সহ বিরোধীরাও মুখতারের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছে। কিন্তু উত্তরপ্রদেশের বিজেপি সরকার সব অভিযোগ খারিজ করেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসনের দাবি, হৃদ্রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে পাঁচ বারের বিধায়ক মুখতারের।
উমর আনসারির পক্ষে সুপ্রিমকোর্টে উপস্থিত সিনিয়র আইনজীবী কপিল সিবাল বেঞ্চকে বলেছেন, “আমরা শুধু বলতে পারি, আমরা যা ভয় পেয়েছিলাম, তাই হয়েছে।”
সিবাল বেঞ্চকে জানিয়েছেন যে পিটিশনকারী অভিযোগ করেছেন যে তার বাবাকে দেওয়া খাবারে বিষ ছিল।
বেঞ্চ আবেদনকারীর কথা উল্লেখ করেছে যে মুখতার আনসারিকে জেলে প্রয়োজনীয় চিকিত্সা থেকে বঞ্চিত করা হয়েছিল যার কারণে হেফাজতে তার মৃত্যু হয়।
উমর আনসারি মুখতার আনসারিকে উত্তরপ্রদেশের বাইরে যে কোনো জেলে স্থানান্তর করার নির্দেশনা চেয়ে শীর্ষ আদালতে আবেদন করেছিলেন, তিনি বলেছিলেন যে তার বাবা জীবনের জন্য ‘ গুরুতর হুমকি’ পেয়েছেন।
আবেদনে বলা হয়েছে যে মুখতার আনসারির রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে অতীতে তিনি পাঁচবার আক্রমণের শিকার হয়েছেন।জেলের মধ্যেও সে আশঙ্কা ছিল।
জেল সূত্রে দাবি করা হয় , রমযানের রোজা শেষে ইফতার করার পরেই মুখতারের স্বাস্থ্যের অবনতি হয়। বান্দা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সুনীল কৌশল জানান, পেটের যন্ত্রণা নিয়ে প্রায় ১৪ ঘণ্টা হাসপাতালে ভর্তি থাকার পর সেখানেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মুখতারের। যদিও মুখতারের ভাই আফজ়ল আনসারি অভিযোগ তুলেছেন, তাঁর দাদাকে জেলের মধ্যেই বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে। তিনি বলছেন, ‘‘আমি আফজল আনসারি। মাফিয়া নই। আনসারিরা মাফিয়া নয়,আমার ভাই ও মাফিয়া ছিলনা, ছিল গরিবদের মসিহা (ত্রাতা) ।’
