নয়াদিল্লি ২৩ জুলাই :জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) দেওয়ালে আপত্তিকর বর্ণবাদী এবং সাম্প্রদায়িক পোস্টার ঘিরে তীব্র প্রতিক্রিয়া হয়েছে । ‘চামার ভারত ছোড়ো,’ ‘দলিত ভারত ছোড়ো,’ ‘ব্রাহ্মণ-বানিয়া জিন্দাবাদ’ এবং ‘হিন্দু-আরএসএস জিন্দাবাদ’ এর মতো স্লোগানগুলি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের কাবেরী হোস্টেলে দেখা গেছে। যা ছাত্র সংগঠনের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। ছাত্ররা তাদের তীব্র অসন্তোষ প্রকাশ করে প্রতিবাদ মিছিলের আয়োজন করে।
হোস্টেলের বাসিন্দারা জানান, সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি ভাইরাল হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন স্লোগান ঢাকতে দ্রুত পদক্ষেপ নেয়।
জেএনইউ-র এনএসইউআই-এর সাধারণ সম্পাদক কুণাল কুমার প্রশ্ন করেন, “প্রাচীর থেকে স্লোগানগুলি মুছে ফেলা হয়েছে, কিন্তু আমরা কীভাবে সেগুলিকে এমন লোকদের মন থেকে মুছে ফেলব?” তিনি জোর দিয়ে বলেন, এই ঘটনাটিকে বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয।
জেএনইউ-এর ছাত্র সংসদের সভাপতি ধনঞ্জয় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, “দেশের ক্ষমতায় থাকা একই বাহিনী জেএনইউ ক্যাম্পাসেও উপস্থিত রয়েছে। এই শক্তিগুলো প্রতিনিয়ত দলিত, আদিবাসী, বহুজন, মুসলিম, নারীদের বিরুদ্ধে তাদের এজেন্ডা চালাচ্ছে।”
কাবেরী হোস্টেলের বাসিন্দা চেতন এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।তিনি বলেন, ব্রাহ্মণ্যবাদী এবং মনুবাদী স্লোগানের প্রকৃতি তাদের অন্তর্নিহিত ঘৃণাকে তুলে ধরে। তিনি ঘৃণা ছড়ানোর জন্য দায়ীদের বিরুদ্ধে প্রশাসনের কাছ থেকে অবিলম্বে এবং কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। কাবেরী হোস্টেল কমিটির সদস্য আবুল কালাম বলেন, “এই ধরনের ঘটনা ক্যাম্পাসের পরিবেশ এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করেছে।”
