এবার আর জি কর কাণ্ডে সরব হলেন প্রিয়াঙ্কা গান্ধি। কর্মক্ষেত্রে মেয়েদের সুরক্ষা চেয়ে দোষীদের কড়া শাস্তির আর্জি জানালেন কংগ্রেস নেত্রী। বলা বাহুল্য, আর জি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসক ধর্ষণ, খুন কাণ্ডের রেশ রাজ্য ছাপিয়ে দেশে’ও পড়েছে। দেশজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের একটাই দাবি, জুনিয়র চিকিৎসকের ধর্ষক খুনিকে দ্রুত শাস্তি দিতে হবে। বিষয়টি নিয়ে সোমবার মুখ খুললেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি বলেন, কলকাতায় হওয়া ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। মমতা সরকারের কাছে আবেদন দোষীর ‘দ্রুত এবং কঠোরতম’ শাস্তির হোক।অপরাধীরা ছাড় না পাক। তাঁর কথায়, “কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা দেশের বড় সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য ঐক্যবদ্ধ হতে হবে, ঘটনার শিকার ওই চিকিৎসকের পরিবার এবং তাঁর সহকর্মী চিকিৎসকদের ন্যায়বিচারের দাবি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
