ভোপাল ৬ সেপ্টেম্বর : মধ্যপ্রদেশে ভয়াবহ ঘটনা ! প্রকাশ্যে রাস্তার ধারে ফুটপাথে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে ৷ সেসময় একদল জনতা পাশে দাঁড়িয়ে স্রেফ ঘটনাটি দেখে এবং ভিডিও তোলে ৷ কেউ বাঁচাতেও এগিয়ে আসেননি ৷ ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ৷
ওই মহিলা কাগজকুড়ানির কাজ করতেন বলে জানা গিয়েছে। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ফুঁসলিয়ে নিয়ে যান অভিযুক্ত। পরে রাস্তার ধারে প্রকাশ্যেই তাঁকে ধর্ষণ করা হয়।
মধ্যপ্রদেশের উজ্জয়িনীর কয়লা ফটক এলাকার ঘটনা। ঘটনার সময় ওই স্থানে অনেকেই উপস্থিত ছিলেন, কিন্তু কেউ বাধা দেয়নি। উল্টে কোনও এক ব্যক্তি সেই যৌন হেনস্থার ঘটনা রেকর্ড করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। সেই ভিডিও ভাইরাল হলে পুলিশ মহিলাকে উদ্ধার করে পরীক্ষার জন্য পাঠায়। উজ্জয়িনীর পুলিশ সুপার জানান, ঘটনায় অভিযুক্ত লোকেশকে গ্রেফতার করা হয়েছে এবং ওই মহিলা তাঁকে চিনতেন। পুলিশের দাবি, নির্যাতিতা বলেছেন তাঁকে বিবাহের প্রতিশ্রুতি দেয় এবং মদ খাইয়ে তাঁকে ধর্ষণ করে।
ধর্ষণের পর মহিলাকে হুমকি দিয়ে সেখান থেকে যুবক পালিয়ে গিয়েছে বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। মহিলার বয়ান রেকর্ড করেছে পুলিশ। তার পর ভিডিওর ভিত্তিতে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে।
মুখ্য পুলিশ সুপার (সিএসপি) ওমপ্রকাশ মিশ্র জানিয়েছেন, “সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি প্রকাশের পরপরই পুলিশের দল অ্যাকশনে নেমেছে। একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।”
এই ঘটনায় উজ্জয়িনী শহরের মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। উজ্জয়িনীও মুখ্যমন্ত্রী মোহন যাদবের নিজের জেলা, যিনি তার বাবার মৃত্যুর পর গত দুই দিন ধরে শহরে ছিলেন।
মধ্যপ্রদেশ কংগ্রেসের প্রধান জিতু পাটোয়ারি এক্স -এ ভিডিওটি শেয়ার করেছেন এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন ,
“মহিলারা ব্যস্ত রাস্তায়ও নিরাপদ নয় এবং মধ্যপ্রদেশে প্রকাশ্য দিবালোকে তাদের ধর্ষণ করা হচ্ছে। এটা তখনই সম্ভব যখন আইন-শৃঙ্খলা পুরোপুরি শেষ হয়ে যায়।” তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর নিজ শহরে যদি এই অবস্থা হয়, তাহলে রাজ্যের বাকি অবস্থা সহজেই বোঝা যাবে।”
