ফের বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বন্যাকে ‘পরিকল্পিত বন্যা’ বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। ডিভিসিকে নিশানা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, লাগাতার বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার হুগলির পুরশুঁড়ায় গিয়ে ডিভিসিকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। মমতা অভিযোগ, ‘ম্যান মেড বন্যা, পরিকল্পনা করে বাংলাকে ডুবিয়েছে’।
এদিন পাঁশকুড়া-উদয়নারায়ণপুর বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ইচ্ছে করে বাংলাকে ডোবাচ্ছে ডিভিসি।ঝাড়খণ্ডকে বাঁচিয়ে বাংলাকে ডোবানো হচ্ছে। ড্রেজিং না করার কারণে কমেছে জলধারণ ক্ষমতা, রাজ্যে ৫০ লক্ষ মাটির বাড়ি।
