বীরভূমে ফিরছেন কেষ্ট, মমতার সঙ্গে সাক্ষাৎের সম্ভাবনা

আজই জেলমুক্তি হচ্ছেন কেষ্ট! ফিরবেন বীরভূমে। খবর ছিলই নিজের নিচুপট্টির বাড়িতে ফিরছেন কেষ্ট। সঙ্গে ফিরবেন মেয়ে সুকন্যাও। বীরভূমের এই দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা ফেরার খুশিতে উৎসবের আমেজ বীরভূমে। সূত্রের খবর, খুব শীঘ্রই মমতার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।