পুজোর মাসে টানা ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জেনে নিন কবে কবে

সামনেই দুর্গাপুজো। উৎসবের আমেজ সর্বত্রে। কমবেশি কেনাকাটি সকলেই করবে। কেনাকাটি মানে টাকা। আর টাকা বলতেই উঠে আসে ব্যাঙ্কের নাম। তবে প্রতিবছরই মতো এবারেও টানা ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাই যদি ব্যাঙ্কের কোনও দরকারি কাজ থাকে তাহলে আগে ভাগেই সমস্ত কাজ সেরে নিন। অক্টোবর মাসে ৩১ দিনের মধ্যে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। শনিবার ও রবিবার বাদ দিয়ে এই ছুটির তালিকায় রয়েছে নানা উৎসব। একনজরে দেখে নিন কোন দিনগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক।