পূর্বঘোষণা মাফিক দিল্লির সরকারি বাসভবন ছাড়লেন কেজরিওয়াল। আপাতত দিল্লির ৫ নম্বর ফিরোজশাহবাদের বাংলোতে উঠবেন তিনি। সরকারি বাসভবন ছেড়ে ইতিমধ্যেই সস্ত্রীক নতুন ঠিকানায় পৌঁছে গেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
এদিন তিনি জানিয়েছেন, দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি ফের সরকারি বাসভবনে উঠবেন। তার আগে নয়। ততদিন ফিরোজাবাদই হবে তাঁর ঠিকানা।
সূত্রের খবর, মান্ডি হাউসের কাছেই ওই বাড়িটি আপের রাজ্যসভার সাংসদ অশোক মিত্তলের নামে বরাদ্দ। এদিন স্ত্রী নিয়ে সেখানেই যান আপ প্রধান। ইতিমধ্যে সোশ্যাল সাইটে কেজরিওয়ালের সরকারি বাসভবন ছাড়ার ছবি প্রকাশ্যে এসেছে।
আবগারি দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পর হঠাৎ ইস্তফার কথা ঘোষণা দেন কেজরিওয়াল। কথা মতো ১৭ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফাও দেন তিনি। পদত্যাগের পরও সরকারি বাসভবনে থাকছিলেন তিনি। সেই আবহেই সরকারি বাংলো ছাড়ার কথা ঘোষণা দিয়েছিলেন। সেই কথা মতোই আজ বাসভবন ছাড়েন তিনি। তবে ফিরোজশাহ রোডের যে বাংলোয় আপাতত তিনি উঠলেন সেখান থেকে আম আদমি পার্টির দলীয় কার্যালয় খুব কাছেই। পাশাপাশি, নিজের নির্বাচনী কেন্দ্র নয়াদিল্লিতে কাজেও সুবিধা হবে।
