দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন ৩০ এপ্রিল, জানালেন মুখ্যমন্ত্রী

জগন্নাথ মন্দিরের কাজ কতদূর এগিয়েছে তা খতিয়ে দেখতে দিঘা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করা বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “আশা করি আর তিন মাসের মধ‍্যে তৈরি হয়ে যাবে। মার্বেলের মূর্তি তৈরি হয়ে গিয়েছে। কাঠেরটা বাকি আছে।”
মন্দির তৈরিতে মোট কত টাকার খরচ হয়েছে সেই হিসেবও দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বললেন, “এখনও পর্যন্ত ২৫০ কোটি টাকা খরচ হয়েছে। আরও কিছু খরচ করতে হবে। একটি ট্রাস্টি তৈরি করা হয়েছে মুখ‍্যসচিবের নেতৃত্বে।” মমতার কথায়, মুখ্যসচিবের নেতৃত্বে যে ট্রাস্টি তৈরি হয়েছে তাতে ১৫ থেকে ২০ জন সদস্য থাকছে। তবে তিনি নিজে সদস্য হিসাবে নয়, ভলান্টিয়ার হিসাবে থাকব।

preload imagepreload image