কবর স্থানের দায়িত্ব নিলেন অল ইন্ডিয়া মাইনোরিটি অর্গানিজেশনের সভাপতি অধ্যাপক নাসির আহমেদ

অল ইন্ডিয়া মাইনোরিটি অর্গানিজেশন (এআইএমও)-র সর্বভারতীয় সভাপতি অধ্যাপক নাসির আহমেদ নিজ উদ্যোগে শিলিগুড়ি কারবালা কবরস্থান কমিটিকে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করে দিলেন। কিছুদিন আগেই সেখানে চুরির ঘটনা ঘটেছিল। শুধু সাউন্ড সিস্টেমই নয়, অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশনের তরফ থেকে সিলিং ফ্যান, চেয়ার, টেবিলের বন্দোবস্ত করে দেন।

পাশাপাশি রাতে নাইট গার্ড মোতায়েনের খরচ ও দায়িত্ব তিনি বহন করবেন বলে অঙ্গীকারবদ্ধ হন। সম্পূর্ণ কবরস্থানের পরিচ্ছন্নতা ব্যবস্থার দায়িত্বও তিনি গ্রহণ করেন। এর উন্নতির জন্য সর্বতোভাবে বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় সাধন করবেন বলে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। তাঁর এই উদ্যোগে উচ্ছ্বসিত কারবালা মসজিদ ও কবরস্থান কমিটি। নাসিরসাহেব যেভাবে এগিয়ে এসে তাঁদের পাশে দাঁড়িয়েছেন, তাঁরা আশা করছেন আগামীতে একইভাবে সাহায্য পাবে কমিটি। যদিও অল ইন্ডিয়া মাইনরিটি সংস্থা গোটা দেশের সমস্ত রকম সংখ্যালঘুদের স্বার্থে কাজ করে চলেছে।