ডায়মন্ড হারবারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) সভার আগে হটুগঞ্জে বিজেপি কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। দু’পক্ষের মারামারিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছেন বিজেপি কর্মী-সমর্থকরা। এই ঘটনায় সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিরোধী দলনেতার সভার আগে অগণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূলের ‘হার্মাদ’রা আক্রমণ করেছে বলে অভিযোগ তুলেছেন তিনি। এমনকি, এই হামলার পেছনে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের হাত রয়েছে বলেও দাবি সুকান্তর। তাঁর কথায়, ‘ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি দল রাজ্যপালের দ্বারস্থ হবে। তাঁকেও এ বিষয়ে অবগত করাবে। যাতে গোটা দেশের কাছে স্পষ্ট হয়ে যায় যে, পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই।’ রবিবার বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘শুভেন্দু অধিকারীর সভার আগে দলের কর্মীদের ওপর হামলা চালায় তৃণমূলের ‘হার্মাদ’রা। এর থেকে বোঝা যায় যে, পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই। তৃণমূলের অঙ্গুলি হেলনে পুলিশ পেছনের দিকে দাঁড়িয়েছিল। যেখানে পুলিশকে রক্ষা করার কথা, সেখানে তারা তা করেনি।’ বিজেপির রাজ্য সভাপতির কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্য থেকে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে বিসর্জন দিয়েছেন।’
