ভারত থেকে বাসমতি চাল ও চা আমদানি করা বন্ধ করে দিয়েছে ইরান। গত সাতদিন ধরে ভারতের চা ও চাল যায়নি ইরানে। ইরানে হিজাব বিরোধী আন্দোলনের জেরে আমদানি বন্ধ রাখা হয়েছে বলে মনে করছে রপ্তানিকারকরা। জানা গেছে, গত দু’মাস ধরে চলছে ইরানে হিজাব বিরোধী আন্দোলন। সেখানে ‘নীতি পুলিশি’ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিক্ষোভকারীদের চাপের মুখে অবশেষে সেখানে এক ধাপ পিছু হটেছে প্রশাসন। এই আন্দোলনের প্রভাব পড়েছে ভারতেও। ইরানে বিক্ষোভ-প্রতিবাদের জন্য দেশের ভাণ্ডারে প্রভাব পড়তে চলেছে। একটি সর্বভারতীয় একটি প্রতিবেদন অনুযায়ী, ভারত থেকে ইরান বাসমতী চাল ও চা আমদানি করে। গত সাত দিন ধরে আমদানি বন্ধ রেখেছে ইরান। ইরান সাধারণত ভারত থেকে বাসমতী চাল ও চা আমদানি করে থাকে। হঠাৎ করে ভারতের চাল ও চা হঠাৎ আমদানি বন্ধ করে দেওয়ার পিছনে ইরানের ক্রেতাদের থেকে কোনও স্পষ্ট জবাব পাওয়া যায়নি। ভারতের রপ্তানিকারকরা জানিয়েছেন, ইরানে হিজাব-বিরোধী আন্দোলনের কারণে জনজীবন বিপর্যস্ত। সেখানে হোটেল, দোকানপাট, বাজার বন্ধ রয়েছে। ফলে বর্তমানে সেখানে এই দুটি জিনিসের চাহিদাও কমেছে বলে অনুমান। আবার কেও কেও মনে করছেন, নয়াদিল্লি ও তেহরান টাকার বিনিময়ে ব্যবসার বন্দোবস্তের একটি চুক্তি করছে। সেই চুক্তির কারণেই আপাতত ইরানের আমদানিকারকরা ভারত থেকে সামগ্রী কেনা সাময়িকভাবে বন্ধ রেখেছে।
