কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা চলছে এবং এই যাত্রার পুরোধা হলেন রাহুল গান্ধি। আর এই যাত্রাকালেই এবার রাহুল গান্ধি (Rahul Gandhi) তোপ দাগলেন বিজেপি এবং আরএসএসকে। কার্যত বিজেপি এবং আরএসএস-এর একমাত্র স্লোগান হল ‘জয় শ্রীরাম’। আর এখানেই আপত্তি জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি বলেন, ভগবান রাম যে নীতির পক্ষে দাঁড়িয়ে ছিলেন, কেন্দ্রীয় সরকার কিন্তু সেই নীতি মানছে না। বরং প্রতিনিয়ত দেশে ঘৃণা এবং হিংসা ছড়াচ্ছে আরএসএস ও বিজেপি। একইসাথে তিনি বলেন, ‘জয় শ্রীরাম’ স্লোগান মানে সীতা এবং রামের মিলিত স্লোগান। এখানে সীতা ছাড়া রাম যেমন অসম্পূর্ণ, সে রকম রাম ছাড়া সীতাও অসম্পূর্ণ। রাহুল গান্ধি দাবি করেছেন বিজেপি এবং আরএসএস ‘জয় শ্রীরাম’ স্লোগানের মাধ্যমে কার্যত সীতাকে অসম্মান করছেন। রাহুল গান্ধি যা বলেছেন সেই কথা কংগ্রেসের তরফ থেকেও বলা হয়েছে। কার্যত দলের টুইটার হ্যান্ডেলে রাম ইস্যুতে রাহুল গান্ধির বক্তব্য তুলে ধরা হয়েছে। অন্যদিকে রাহুল গান্ধির এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি। পাশাপাশি রাহুল গান্ধিকে তীব্র কটাক্ষ করা হয় ‘জয় শ্রীরাম’ নিয়ে মন্তব্য করায়। বলা যায়, জাতীয় রাজনীতিতে ‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়ে কংগ্রেস এবং বিজেপির মধ্যে চাপানউতোর বাড়ছে।
