১৫ বছর পর দিল্লি পুরনিগম হাতছাড়া হল বিজেপির (BJP) । একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। বুধবার দুপুর ১টা ৫৫ নাগাদ রাজ্য নির্বাচন কমিশন (এসইসি) দ্বারা ঘোষিত ফলাফলে দেখা যাচ্ছে, আপ ১২৬টি আসন পেয়েছে। দিল্লি পুরনিগমে ২৫০টি ওয়ার্ড রয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন ছিল ১২৬টি আসনের। বুধবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি)-এর ভোট গণনা শুরু হয়। প্রথম দিকে আপ-বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। পরে কেজরিওয়ালের দল এগিয়ে যায়। এখনও পর্যন্ত আপ ১২৬টি আসনে জয়ী হয়েছে বলে খবর। বিজেপি ৯৭টি আসনে জিতেছে।
