বুধবার সন্ধ্যার মধ্যেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছে যাবে ঘূর্ণিঝড় ‘মনদৌস’ (Cyclone Mandous)। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে, নিম্নচাপটি মঙ্গলবারের পর থেকে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে আরও এগোচ্ছে এবং ঘনীভূত হয়েছে। এরপর ধীরে ধীরে সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে নিম্নচাপ। সাইক্লোনিক স্টর্ম তামিলনাড়ুর উত্তর, পুদুচেরি এবং পাশ্বর্বতী অন্ধ্রপ্রদেশ উপকূল এই সাইক্লোনের সবচেয়ে বেশি প্রভাব পাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা প্রবল। বিভিন্ন জায়গায় গড়ে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বইতে পারে আগে থেকেই। এর সঙ্গে প্রবল বৃষ্টি হবে। ৯ ও ১০ তারিখ আরও বেশি করে বৃষ্টি হবে। বৃষ্টির তীব্রতা ক্রমশ বাড়বে। এছাড়াও বায়ুর গতিও প্রবল হতে চলেছে। গড়ে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে হাওয়া চলবে।
