এক পাশেই কলকাতায় দেখা যাবে ২১টি দর্শনীয় স্থান, ১৫ ই নভেম্বর এই পরিষেবা চালু করছে পর্যটন দপ্তর

এবার এক পাশেই কলকাতার দর্শন করতে পারবে পর্যটকেরা। লাইনে দাঁড়িয়ে আর আলাদা করে টিকিট কাটার প্রয়োজন নেই। বুধবার নিউ সেক্রেটারিয়েটে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় জানিয়ে দিলেন মাত্র ৪৯৫ টাকা খরচ করলেই কলকাতার ২১ টি দর্শনীয় স্থানে ভ্রমণের জন্য মিলবে ছাড়পত্র। কিউআর কোড স্ক্যান করে এই সুযোগ নিতে পারেন আম নাগরিক থেকে শুরু করে ভ্রমণ প্রিয় মানুষেরাও। শুধু তাই নয় মন্ত্রী আরো জানিয়েছেন সবকটি ভ্রমণ স্থল ঘুরতে না চাইলে নির্দিষ্ট কতগুলিকে শনাক্ত করে তারও টিকিট কেনা যাবে। তিনি এও জানিয়েছেন, আগামী ১৫ ই ডিসেম্বর পর্যটন দপ্তরের তরফ থেকে এই পাশের উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। মন্ত্রীর কথা অনুসারে, শহর কলকাতায় দর্শনীয় প্রচুর স্থান রয়েছে। এগুলিকে সুন্দরভাবে সাজিয়ে পর্যটকদের সামনে তুলে ধরার কথা আগে কেউ ভাবেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টিকে নিয়ে ভেবেছেন প্রথম। তার পরামর্শ মত,কলকাতার সমস্ত হেরিটেজ বিল্ডিং, পরিত্যক্ত জায়গাগুলিকে সুপরিকল্পিত ভাবে সাজিয়ে তোলা হচ্ছে। এতদিন এতদিন যেকোনো পর্যটন স্থলে গিয়ে লম্বা লাইন দিয়ে টিকিট কাটতে হতো। এখন সেসব দিন অতীত। বাড়ি থেকেই এই পাস সংগ্রহ করে বেরিয়ে পড়লেই হবে। প্রসঙ্গত মন্ত্রী আরো জানিয়েছেন ১৫ই ডিসেম্বর দিনটি বেছে নেওয়ার পিছনে আরও একটি কারণ আছে কারণ ওইদিনটিই হল মন্ত্রীর জন্মদিন। তাই এই বিশেষ দিন থেকে ই এই পরিষেবা চালু করতে চাইছেন তিনি।