কানপুর,১০ জানুয়ারি :হাড় হিম ঠান্ডায় কাঁপছে উত্তরপ্রদেশের কানপুর। নুন্যতম তাপমাত্রা ২ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। ফলে এই প্রবল ঠান্ডাতে সে রাজ্যের বহু মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। আর হার্ট অ্যাটার্কে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও বাড়ছে। কানপুরের হার্ট ডিজিজ ইনস্টিটিউটের পরিসংখ্যান রীতিমত চমকে দিচ্ছে। তথ্য বলছে, শহরে লাগাতার হার্ট অ্যাটার্কে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ওপিডিতে প্রত্যেকদিন নাকি ৬০০ জন করে হৃদরোগে আক্রান্ত রোগী আসছে। শুধু তাই নয়, ৫০০ এরও বেশি রোগীর চিকিৎসা চলছে বলেও জানানো হয়েছে সংস্থার তরফে। শুধু তাই নয়, গত ৯ দিনে হার্ট অ্যাটাক -এ অন্তত ১৩১ জনের মৃত্যু হয়েছে বলেও জানানো হয়েছে হার্ট ডিজিজ ইনস্টিটিউটের তরফে। এছাড়া চিকিৎসকরা বলছেন, ভয়ঙ্কর ঠান্ডাতে ব্লাডপ্রেসারের রোগী এবং বয়স্ক মানুষদের সবথেকে বেশি সমস্যা হচ্ছে। এই অবস্থায় সংশ্লিষ্ট ওই হাসপাতালের তরফে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। মানুষকে যাতে প্রাথমিক চিকিৎসা দেওয়া যায় সেজন্য এই ব্যবস্থা করা হয়েছে। হৃদরোগ ইনস্টিটিউটের ডিরেক্টর বিনায়ক ডক্টর কৃষ্ণা বলছেন, প্রবল ঠান্ডাতে মানুষকে সতর্ক থাকতে হবে। গরমে কাপড়ে ঢেকে রাখার পরামর্শ দিচ্ছেন তিনি। শুধু তাই নয়, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না আসার কথা কথাও বলছেন তাঁরা। বিশেষ করে হার্টের সমস্যায় যারা ভুগছেন তাঁদের বিশেষ ভাবে সতর্ক থাকার কথা বলছেন ডক্টর কৃষ্ণা। আর এরপরেই তথ্য তুলে তিনি বলছেন, আগামী ১ জানুয়ারী থেকে ৯ জানুয়ারী পর্যন্ত ১৩১ জন রোগীর শুধু তাই হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়েছে।
