অভিষেক মেঘালয় ছাড়তেই দল ছাড়লেন তৃণমূল প্রার্থী, লড়বেন নির্দল হয়ে

অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) মেঘালয় ছাড়তেই দল ছাড়লেন এক তৃণমূল প্রার্থী। মঙ্গলবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলন করে দল ছাড়ার কথা ঘোষনা করেন পিন্থোরুমক্রাহ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাম্বোরলাং ডিয়েংডোহ। এদিন তিনি জানান, তৃণমূল ছাড়লেও প্রার্থীপদ প্রত্যাহার করছেন না। ঘাসফুলের বদলে একই বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হয়েই ভোটে লড়বেন তিনি। নির্বাচনের আগে দলকে চাঙা করতে মেঘালয় সফরে গিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই শিলঙে মেঘালয় বিধানসভা নির্বাচনে দলের ইস্তাহার প্রকাশ করেন তিনি। ক্ষমতায় এলে নেঘালয়ে লক্ষ্মীর ভান্ডার চালু করে প্রত্যেক মহিলাকে হাজার টাকা করে ভাতা প্রদান করবেন বলে জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। তিনি মেঘালয় ছাড়তেই তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেন এক মহিলা প্রার্থী। দলত্যাগী প্রার্থী পিন্থোরুমক্রাহ বিধানসভা কেন্দ্রের সাম্বোরলাং ডিয়েংডোহ বলেন, ‘‘আমি গত কয়েক দিনের নির্বাচনী প্রচারে লক্ষ্য করছিলাম যে আমরা অন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে কাদা ছোড়াছুড়িতে লিপ্ত হচ্ছি। কিন্তু আমরা তো গঠনমূলক রাজনীতি করতে চেয়েছিলাম। কিন্তু তেমনটা না হওয়ায় আমি তৃণমূল দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম। তবে দল ছাড়লেও পিন্থোরুমক্রাহ বিধানসভা কেন্দ্র থেকেই নির্বাচনে লড়বেন নির্দল প্রার্থী হয়ে। সমাজসেবী হিসেবে মেঘালয়ে পরিচিত সাম্বোরলাং। গত বছরের মাঝামাঝিতে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। তাঁকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থীও করে তৃণমূল। অভিষেকের মেঘালয়ের সফরের শেষ দিনে প্রার্থীর দলত্যাগ অনেকটাই চাপ বেড়েছে দলের অন্দরে। প্রার্থীর দলত্যাগ নিয়েভাবিত নন বলে জানিয়েছেন মেঘালয় তৃণমূলের পর্যবেক্ষক মানস ভুঁইয়া। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এই বিষয়টি নিয়ে একেবারেই চিন্তিত নই। যিনি দল ছেড়েছেন, তিনি দলের কাছে ততটা গুরুত্বপূর্ণ ছিলেন না। আমাদের ভোটের লড়াইয়ে কোনও অসুবিধা হবে না। ওই আসনে বিকল্প প্রার্থী তৈরি রয়েছে তৃণমূলের। আগামী কয়েক দিনের মধ্যেই নতুন প্রার্থীর নাম জানানো হতে পারে।’ বিষয়টি নিয়ে তিনি বিধানসভার বিরোধী দলনেতা মুকুল সাংমার সঙ্গেও কথা বলেছেন বলে দাবি করেছেন মানস ভুঁইয়া।