আজ সন্ধ্যায় সরস্বতী পূজার প্রাক্কালে হয়ে গেল রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) হাতেখড়ি। তাই নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখনই জানা গেল তিনি দিল্লি যাচ্ছেন আজ রাতেই। প্রসঙ্গত, আজ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে একাধিক অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অন্যদিকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজভবনে আজ ছিল চা চক্রের অনুষ্ঠান। পাশাপাশি সরস্বতী পূজা উপলক্ষে রাজভবনে হয়ে গেল আজ রাজ্যপালের বাংলা ভাষার হাতে খড়ি, যা নিয়ে রাজ্যে ব্যাপক রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তারই মাঝে জানা যাচ্ছে, রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করতে চলেছেন দেশের বর্তমান উপরাষ্ট্রপতি তথা রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। তবে কেন এই বৈঠক, তা অবশ্য জানা যায়নি। একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বাংলার রাজ্যপালের বৈঠক হবে এই সফরে বলে শোনা যাচ্ছে। অবশ্য রাজনৈতিক মহলের অনেকেরই দাবি, হাতেখড়ি নিয়ে বিতর্কের কারণেই রাজ্যপালকে ডেকে পাঠানো হয়েছে। যদিও রাজভবনের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্যপালের দিল্লী যাওয়ার বিষয়টি পূর্ব নির্ধারিত। আপাতত রাজ্যপাল সিভি আনন্দ বোসের দিল্লি সফরের দিকেই নজর থাকবে বিশেষজ্ঞদের।
