ক্ষমতায় নেই, তবু জিটিএ চুক্তি প্রত্যাহার করতে চেয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে চিঠি গোর্খা জনমুক্তি মোর্চার

জিটিএ চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Benarjee) চিঠি দিল গোর্খা জনমুক্তি মোর্চা। শুক্রবার দাগাপুরে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক রোশন গিরি। ২০১১ সালের ১৮ জুলাই জিটিএ চুক্তি সই হয়েছিল। কেন্দ্র, রাজ্য এবং মোর্চা এই চুক্তিতে সই করেছিল। এখন মোর্চা এই চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়ে চিঠি দিল। তবে, জিটিএ আইনে এমন কোনও ধারা নেই যার বলে মোর্চা নিজেদের এই ব্যবস্থা থেকে সরিয়ে নিলে বা কেন্দ্রীয় সরকারও মোর্চার দাবিতে সায় দিলে জিটিএ বাতিল হয়ে যাবে। মোর্চা শুধু লোক দেখানো এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছে জিটিএ’র বর্তমান শাসক গোষ্ঠী। জিটিএর চিফ এগজিকিউটিভ অনীত থাপা জানিয়েছেন, এটা কোনও বাচ্চার হাতের খেলনা নয় যে মোর্চা চাইল আর জিটিএ বাতিল হয়ে গেল। মোর্চার নেতাদের রাজনৈতিক জ্ঞানের অভাব রয়েছে।