দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১০০টি চিতা আসতে চলেছে ভারতে (India)! এই নিয়ে সে দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে কেন্দ্র। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রথম ১২টিকে ভারতে আনা হবে। জানা গিয়েছে, আগামী ১০ বছরের জন্য বছরে ১২টি করে চিতাকে ভারতে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। চিতাদের জন্য নিরাপদ বাসস্থান তৈরি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই চিতাগুলিকে এনে কোথায় রাখা হবে বা মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানেই রাখা হবে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, দেশে নতুন করে চিতার বংশবৃদ্ধির জন্য গত বছর সেপ্টেম্বরে আফ্রিকা থেকে আটটি চিতা কুনোর জঙ্গলে আনা হয়।
