নিরাপত্তার অভাব, বন্ধ ভারত জোড়ো যাত্রা

ভারত জোড়ো যাত্রা নিরাপত্তায় গলদ। বাতিল হয়ে গেল কর্মসূচি। এদিন সঙ্গীদের নিয়ে কুড়ি কিলোমিটার পথ হাঁটার কথা ছিল রাহুল গান্ধীর (Rahul Gandhi)। কিন্তু কাশ্মীরে নিয়ম ভেঙ্গে মাত্র এক কিলোমিটার হেঁটেই থামতে হল কংগ্রেসের এই নেতাকে। যদিও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বেশি জনসমাগম হওয়ার খবর এসেছিল তাদের কাছে। আর সে কারণেই ব্যবস্থা করা হয়নি পর্যাপ্ত নিরাপত্তার। ঘটনা প্রসঙ্গে জানাতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন,’ভিড় সামলানোর জন্য যে পরিমাণ পুলিশ মোতায়ন করা হয়েছিল তারা উপস্থিত ছিল না। ফলে নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়ছিল। সে কারণেই বন্ধ করে দেয়া হলো এই যাত্রা’।