দলবদল করছেন নাকি? কী বললেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়?

সম্প্রতি বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে (Hiran Chatterjee) নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কো-অর্ডিনেটর অজিত মাইতির সঙ্গে বিজেপি বিধায়কের একটি ছবি নিয়ে শুরু হয় বিতর্ক। অনেকেই বলতে শুরু করেন বিজেপি থেকে হিরণ বোধহয় এবার তৃণমূলে আসবেন। উল্লেখ্য, হিরণ চট্টোপাধ্যায় কিন্তু আগে তৃণমূলেই ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু তাঁর সম্পর্ক যথেষ্ট ভাল ছিল। কিন্তু ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে হিরণ চলে আসেন বিজেপিতে। হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে যে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে তার জবাব এবার নিজেই দিলেন বিজেপি বিধায়ক। তিনি জানিয়েছেন, ‘‘আমি কোথাও যোগদান করছি না। আমি বিজেপিতেই থাকব। তৃণমূলের নেতাদের এখন উঠতে বসতে চোর অপবাদ দেওয়া হচ্ছে। তাই সেখানে যাওয়ার প্রশ্ন নেই।’’ পাশাপাশি হিরণ দাবি করেন, অনেকেই তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিতে চাইছেন। এ প্রসঙ্গে তিনি বলেন,‘‘তৃণমূলের ভাল নেতারা বিজেপির জানালা-দরজা একটু খোলার অপেক্ষায় আছেন। অনেকেই শুভেন্দু অধিকারী, মিঠুন চক্রবর্তী এবং আমার সঙ্গে যোগাযোগ রাখছেন।’’ সব মিলিয়ে হিরন আপাতত আশ্বস্ত করেছেন বিজেপি তিনি ছাড়ছেন না বলে।