আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ সোম ও মঙ্গলবার ব্যাংক ধর্মঘট প্রত্যাহার করে নিল কর্মীদের সংগঠনগুলি। জানা গিয়েছে, শুক্রবার মুম্বইয়ে (Mumbai) লেবার কমিশনের সঙ্গে আলোচনার পর ব্যাংক ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সংগঠনগুলি। তবে নিজেদের দাবি থেকে সরতে নারাজ তারা। সেই দাবিকে সামনে রেখে আন্দোলন চলবে বলে জানিয়েছে ব্যাংক কর্মীদের ৯টি সংগঠনের যৌথমঞ্চ। সপ্তাহে পাঁচদিন কাজ, পুরোনো পেনশন স্কিম সহ একাধিক দাবিতে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছিল কর্মচারী সংগঠনগুলি। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের তরফে চলতি মাসের ৩০ ও ৩১ তারিখ ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়। এদিকে ব্যাংক ধর্মঘট হলে টানা চারদিন বন্ধ থাকত ব্যাংকিং পরিষেবা। কারণ ২৮ জানুয়ারি চতুর্থ শনিবার হিসাবে ছুটি থাকবে ব্যাংক। পরদিন রবিবার। সাপ্তাহিক ছুটি। আর ঠিক তারপরই সোমবার ও মঙ্গল। ফলে ধর্মঘট ঘোষণা হতেই উদ্বেগ বাড়ছিল সাধারণ মানুষের।
