দশম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ৩

দশম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু বানারহাটে (Banarhat) । পরিবারের অভিযোগ, ছাত্রীর পরিচিত ৩ নাবালক রাতে বাড়িতে ঢুকে তাঁকে মেরে ঝুলিয়ে দিয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী মৃতার ৩ বছরের ভাই। তাঁর ভাই জানায়, তার দিদিকে তিনজন মেরে ফেলেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অভিযুক্ত তিন নাবালককে আটক করেছে বানারহাট থানার পুলিশ। ঘটনাটি ঘটে শুক্রবার রাত ৯টা নাগাদ। শনিবার সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, নিহত ছাত্রীর নাম নেহা ভাওয়াল (১৫)। তাঁর বাড়ি বানারহাটের সুকান্তপল্লি এলাকায়। সে বানারহাট উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। গতকাল রাতে তাঁকে বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সেইসময় বাড়িতে শুধু তাঁর তিন বছর বয়সি ভাই উপস্থিত ছিল। সে জানায়, তিনজন ছেলে তাদের বাড়িতে ঢুকে তার দিদির হাত বেঁধে, গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে। প্রতিবেশীরা নাবালিকাকে উদ্ধার করে বানারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। মৃতার মা মাম্পf রাহা জানান, অনেকদিন ধরে তাঁর মেয়েকে ময়নাগুড়ির এক নাবালক নিয়মিত উত্যক্ত করত। গতকাল ছেলেটি বানারহাটে এসেছিল। পরিবার ও প্রতিবেশীদের অভিযোগে বানারহাট থানার পুলিশ তিন নাবালককে আটক করে। এদের মধ্যে দুজন বানারহাট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। অপর একজনের বাড়ি ময়নাগুড়িতে। ঘটনায় বানারহাটের ধৃত ছাত্ররা জানায়, ময়নাগুড়ি ছেলেটির সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্রেই তাদের সঙ্গে ছেলেটির পরিচয় ছিল। ময়নাগুড়ির ছেলেটি রাতে তাদের সঙ্গে স্কুলের অনুষ্ঠানে থাকলেও ছাত্রীর মৃত্যুর সঙ্গে তারা জড়িত নয়।