নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের (Tripura Assembly Elections) দিনক্ষণ। ত্রিপুরায় শুরু হয়ে গিয়েছে ব্যাপক রাজনৈতিক ব্যস্ততা। ত্রিপুরায় মোট ৬০ টি আসন। তার মধ্যে ৪৮ টি আসনে প্রার্থী ঘোষণা করে দিল এবার বিজেপি। বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকার কিন্তু বড় চমক রয়েছে। ত্রিপুরা বিধানসভা নির্বাচনে প্রথম দফার তালিকায় জায়গা পাননি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। অন্যদিকে ত্রিপুরা পশ্চিম কেন্দ্রের বিজেপি সাংসদ প্রতিমা দেবকে বিজেপি টিকিট দিয়েছে ধনপুর কেন্দ্র থেকে। পাশাপাশি উল্লেখযোগ্য খবর হল, ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা বরদোয়ালি আসন থেকে বিজেপির হয়ে লড়াইতে নামছেন। আজ প্রার্থী তালিকা প্রকাশ করেন ত্রিপুরার বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, প্রথম দফার প্রার্থী তালিকায় মূলত দলিত,মূলবাসী, মহিলা সহ সমস্ত শ্রেণি এবং বর্ণের প্রতিনিধিত্ব রাখা হয়েছে। একই সাথে বিজেপির দাবি, ২০১৮ র মতন ২০২৩ এও ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করবে। তবে প্রকাশিত বিজেপির প্রার্থী তালিকায় বিপ্লব দেবের জায়গা না হওয়ায় শুরু হয়েছে গুঞ্জন।অন্যদিকে ত্রিপুরায় ভোটের তোড়জোড় শুরু করে দিয়েছে বাম, কংগ্রেস এবং তৃণমূলও। নজর থাকবে তাদের প্রার্থী তালিকার দিকেও।
