বিজেপি বাংলায় ক্ষমতায় এলে সাত দিনেই মোঘলদের নাম-নিশান মুছবে, তোপ শুভেন্দুর

শনিবারই নাম বদলে রাষ্ট্রপতি ভবনের ঐতিহ্যবাহী মুঘল গার্ডেন হয়েছে অমৃত উদ্যান। তবে এনিয়ে বিরোধীদের সমালোচনাকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে আরও একধাপ এগিয়ে গেলন শুভেন্দু অধিকারি (Suvendu Adhikari)। শুভেন্দু জানান, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মোঘল দের দেওয়া সমস্ত নাম মুছে ফেলা হবে। এতে মাত্র সাত দিন সময় লাগবে বলেও জানিয়ে দেন বিরোধী দলনেতা। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে শুভেন্দুর বক্তব্য, সব জায়গা থেকেই মোঘলদের নাম নিশান উপড়ে ফেলতে হবে। এত হিন্দুকে মেরেছে মন্দির হেরিটেজ নষ্ট করেছে তাই ওদের কিচ্ছু রাখা যাবে না। শুভেন্দুর কথাকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বরং তাঁদের এক মুখপাত্রের গলায় বিষয়টি নিয়ে কটাক্ষের সুর। তৃণমূলের ওই মুখপাত্র জানান, বিজেপি ক্ষমতায় এলেকি এবার বিরিয়ানি-মোগলাই খাওয়া বন্ধ করে দেবে। নাম বদল নিয়ে শনিবার প্রতিক্রিয়া দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তার বক্তব্য ছিল, বিজেপি নাম বদলটাকে চলমান প্রথার মতো করে নিয়েছে। আসলে ওদের নতুন কিছু করার মুরোদ নেই বলেই পুরনো নাম বদল করছে।