ত্রিপুরা বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। আগেই এরাজ্যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাম কংগ্রেস ও বিজেপি। রবিবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। প্রথম দফায় ২২ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। যার মধ্যে রয়েছেন দুই জন মহিলা প্রার্থী। আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। এবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা করে নির্বাচনের লড়াইয়ে শামিল হয়েছে বাম কংগ্রেস। অন্য দিকে এককভাবে লড়ছে বিজেপি। বাম-কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে এককভাবে লড়াইয়ে নামছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা বিধানসভার ৬০ টি আসনের প্রত্যেকটিতে প্রার্থী দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু রবিবার দেখা গেল প্রথমদফায় তৃণমূল কংগ্রেস ঘোষণা করল মাত্র ২২ জনের নাম। যদিও দ্বিতীয় তালিকা খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছে ত্রিপুরা তৃণমূল নেতৃত্ব। জানাগেছে, প্রথম দফার তালিকায় ২২ জন প্রার্থীর মধ্যে রয়েছেন ২ মহিলা। এছাড়াও রয়েছেন ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি নীল কমল সাহা, প্রাক্তন কংগ্রেস নেত্রী পূর্ণিতা চাকমা সহ ত্রিপুরা তৃণমূলের বিশিষ্ট নেতারা। যদিও আরও যাঁদের প্রার্থী হিসাবে আশা করা গিয়েছিল, প্রথম দফার তালিকায় তাঁদের নাম দেখা যায়নি। দ্বিতীয় দফার তালিকায় তাঁরা থাকেন কিনা সেটাই দেখার। এদিন দলের তরফে জানানো হয়েছে, প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশিত হলেও নির্বাচনী ইস্তাহার প্রকাশিত হবে আগামী ২ ফেব্রুয়ারি। আগরতলায় নির্বাচনী ইস্তাহার প্রকাশ করার কথা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
