পুলিশকর্মীর গুলিতে জখম ওডিশার (Odisa) স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যু হল হাসপাতালে। এদিন ওডিশার ঝাড়শুকদা জেলার বজরংনগরে দলীয় কার্য্যালয় উদ্বোধনের কর্মসূচিতে যোগ দিতে যান স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস। সেখানে গাড়ি থেকে নামতেই তাঁকে মালা পরান এক ব্যক্তি। ঠিক তখনই তাঁর বুক লক্ষ্য করে গুলি চালান এএসআই গোপাল দাস। ঘটনাস্থলেই রক্তাপ্লুত হয় লুটিয়ে পড়েন নবকিশোর দাস। তাঁকে দ্রুত প্রাথমিক চিকিৎসার পর এয়ার অ্যাম্বুল্যান্সে করে উন্নত চিকিৎসার জন্য ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। ওড়িশা (Odisha) স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেডি বিধায়ক নবকিশোর দাসকে গুলি করে খুনের চেষ্টা। রবিবার সকালে ওডিশার ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনগরে গান্ধি চকের কাছে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলি চালিয়েছেন এক অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর(এএসআই)। চার থেকে পাঁচটি গুলি লেগেছে মন্ত্রীর বুকে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় নব কিশোরকে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বিমানে চাপিয়ে ভুবনেশ্বরের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, এদিন সকালে গান্ধি চকে একটি পাবলিক গ্রিভ্যান্স দপ্তরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন নবকিশোর। যখন তিনি গাড়ি থেকে নামেন, তখন তাঁকে স্বাগত জানানোর জন্য লোকজন জড়ো হন। ভিড়ের মধ্যে থেকেই গুলির শব্দ শোনা যায়। তারপরেই এক পুলিশ কর্মীকে ছুটে পালাতে দেখা যায় বলে এক প্রত্যক্ষদর্শী জানান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এএসআই গোপাল দাস গুলি করেছেন। সেই সময় পুলিশের উর্দিতেই ছিলেন গোপাল। তিনি কেন এই কাণ্ড ঘটিয়েছেন, এখনও জানা যায়নি। রবিবারের ওই কর্মসূচিতে কড়া নিরাপত্তা মোতায়েন ছিল। তাতে নজর রাখার জন্যই গোপালকে নিয়োগ করা হয়েছিল। এই ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
