জামশেদপুর ৩১ জানুয়ারি : মঙ্গলবার কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জামশেদপুর-কলকাতার মধ্যে ইন্ডিয়া ওয়ান বিমান চলাচলের উদ্বোধন করেছেন।
ঝাড়খন্ডের জামশেদপুর এখন কলকাতার সঙ্গে বিমান যোগাযোগের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে তিনি জানান । রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আঞ্চলিক সংযোগ প্রকল্প উড়ানের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আহমেদাবাদ-ভিত্তিক এয়ারলাইন ইন্ডিয়াওয়ান এয়ার কর্তৃপক্ষ বলেছে, তারা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে তাদের সংযোগ প্রসারিত করবে।
উল্লেখ্য, এর আগেও অনেকবার ছোট ছোট শহরের মধ্যে (কলকাতা টু রাঁচি ) বিমান পরিষেবা শুরু করা হলেও, কালের নিয়মে তা ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে। প্রসঙ্গত, সোনারি এরোড্রোম থেকে এর আগে ছোট ছোট বিমানের চলাচল শুরু হয়েছিল, এমডিলআর , বায়ুদূত , ডেকান প্রভৃতি ফ্লাইটগুলি চালু করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়। ।তবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, জামশেদপুর থেকে এই বিমান চলাচল শুরু হলে তা বন্ধ হবেনা, কারন এই বিমান পরিষেবা থাকবে কেন্দ্রের অধীনে।
জামশেদপুর দেশের একটি বড় শিল্পকেন্দ্রিক শহর, এখানে বিমান পরিষেবা খুবই জরুরি বলে মনে করেছে কেন্দ্র, ব্যবসার কারণে পরিবহন ব্যবস্থা বাড়ানো রাজ্যের জন্য হিতকর হবে বলে মনে করা হচ্ছে ।
