আজ দীর্ঘ প্রতীক্ষিত কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) । প্রতি বছরের মতন এবারের বাজেটেও কিছু জিনিসপত্রের দাম যেমন বেড়েছে, কিছু জিনিসপত্রের দাম সেরকম কমেছে। সাধারণ মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে কি কি জিনিসপত্রের দাম কমলো, তা দেখে নেওয়া যাক। উল্লেখযোগ্যভাবে বাজেটের ফলে দাম কমতে চলেছে মোবাইল ফোনের। একইসাথে টেলিভিশনের দামও কমতে পারে বলে অনুমান করা হচ্ছে।
প্রসঙ্গত, বুধবারের বাজেটে এলইডি টেলিভিশন এবং মোবাইল ফোনের বেশ কিছু যন্ত্রাংশের দাম কমানোর ঘোষণা হয়েছে। একই সাথে ঘোষণা হয়েছে ক্যামেরার লেন্সের দাম কমানোর। সে ক্ষেত্রে বলাই যায় মোবাইল, টিভি এবং ক্যামেরার দাম কমতে চলেছে এবার। আবার পাশাপাশি রান্নাঘরের প্রয়োজনীয় চিমনির দাম কিন্তু এবার বাড়তে চলেছে। তার কারণ হিসেবে জানা যাচ্ছে, চিমনিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশের ওপর ১৫ শতাংশ শুল্ক বাড়ানো হয়েছে এবারের বাজেটে। যা আগে ছিল সাড়ে সাত শতাংশ। অতএব যারা ঠিক করে রেখেছেন, চিমনি কিনবেন তাদের কিন্তু এবার পকেটে চাপ পড়বে অনেকটা বেশি বলে অনুমান করা হচ্ছে। তবে আজকের বাজেট সাধারণের জন্য কতটা উপযোগী হল, তা বলবে সময়।
