জলপাইগুড়ি মিশনারিজ অফ চ্যারিটিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস

জলপাইগুড়ি সফরে এসে মিশনারিজ অফ চ্যারিটিতে গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আবাসিকদের হাতের কাজ দেখার পাশাপাশি তাঁদের হাত থেকে উপহারও নেন রাজ্যপাল। শুক্রবার বেলা ১১টা নাগাদ আসাম মোড়ের মিশনারিজ অফ চ্যারিটিতে প্রবেশ করে রাজ্যপালের গাড়ি। বেলুন আর ফুল দিয়ে সাজানো ভবনে গান গেয়ে রাজ্যপালকে স্বাগত জানান আবাসিকরা। প্রবীণ আবাসিকদের সঙ্গে কথা বলে তাঁদের হাতের কাজ দেখে প্রশংসা করেন রাজ্যপাল। কয়েকজন আবাসিকের তৈরি কস্টিউম জুয়েলারি রীতিমতো মুগ্ধ করে রাজ্যপালকে। রাজভবন থেকে নিয়ে আসা উপহারও তিনি তুলে দেন আবাসিকদের। পাশাপাশি কয়েকজন আবাসিকের হাতের আঁকার কাজের প্রশংসা করেন রাজ্যপাল। আবাসিকদের জন্য চলা যোগ ব্যায়ামের ক্লাসেও যান তিনি। পরবর্তীতে সংস্থার বাগানে একটি ছোট অনুষ্ঠানও হয়। সেখানে রাজ্যপাল ডেকে নেন জেলাশাসক মৌমিতা গোদারা বসু ও পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতোকে। সেখানেই আবাসিকরা তাঁদের তৈরি হাতের কাজ উপহার দেন রাজ্যপালকে। নিজের বক্তব্যে সকলকে শুভেচ্ছা জানান তিনি। অনুষ্ঠান শেষে বেরিয়ে রাজ্যপাল চলে যান তাঁর পুরোনো কর্মস্থল ভারতীয় স্টেট ব্যাংকের জলপাইগুড়ি শাখায়। পুরোনো কর্মস্থল ঘুরে দেখার পাশাপাশি সেখানকার বর্তমান এবং পুরোনো সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। স্টেট ব্যাংক চত্বরে একটি গাছের চারা রোপন করেন রাজ্যপাল। এরপর নির্ধারিত কর্মসূচি শেষ করে শিলিগুড়ি ফিরে যান তিনি।