এক ধাক্কায় অনেকটাই দাম বাড়লো আমুলের

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি : বাজেট পেশের ২ দিনের মধ্যেই মূল্যবৃদ্ধি হতে চলেছে দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারক সংস্থা আমুলের। আমুল পাউচে বিক্রি করা দুধের দাম লিটার প্রতি ৩ টাকা বাড়িয়েছে। এই বৃদ্ধির পরে, আমুল ফ্রেশ ৫০০মিলি – প্যাকেটের দাম ২৭ টাকা, আমুল গোল্ড  ৫০০ মিলি-এর দাম ৩৩ টাকা, আমুল গোল্ডের এক লিটারের দাম বেড়ে ৬৬ টাকা হয়েছে। আমুল ফ্রেশ প্রতি লিটার ৫৪ টাকা, আমুল গরুর দুধ প্রতি লিটার ৫৬ টাকা এবং আমুল মহিষের দুধের দাম এখন প্রতি লিটার ৭০ টাকা করা হয়েছে। উল্লেখ্য যে, আমুল গত বছরের অক্টোবরেও দুধের দাম লিটার প্রতি ২ টাকা বাড়িয়েছিল। তবে এ বছরই এই প্রথম দুধের দাম বাড়ালো আমুল। গুজরাটের দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারক সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, উৎপাদন খরচ বাড়ায় আমুল দুধের দাম বেড়েছে। গত বছরের তুলনায় এ বছর পশুখাদ্যের দাম ২০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এ কারণে দুধের দাম বাড়ানো হয়েছে বলে জানায়।
এর আগে ২০২২ সালের মার্চ মাসে দুধের দাম বাড়ানো হয়েছিল। এরপর ২০২২ সালের ১৫ অক্টোবর দুধের দাম বাড়ানো হয়। এখন অর্থাৎ ৩ ফেব্রুয়ারি, ২০২৩ -এ দুধের দাম আবারও বাড়ানো হল।