অহিন্দুদেরও তপশিলি জাতির মর্যাদা দেওয়ার ব্যাপারে অবশেষে নড়েচড়ে বসেছে কেন্দ্র। দুবছরের মধ্যে রিপোর্ট তৈরি করতে নির্দেশ কেন্দ্রের। প্রাক্তন প্রধান বিচারপতি কেজি বালাকৃষ্ণনকে তিন সদস্যের কমিশনের প্রধান নিয়োগ করা হয়েছে। যাঁরা ঐতিহ্যগতভাবে তপশিলি জাতিভুক্ত, এমন ব্যক্তিদের তপশিলি জাতির মর্যাদা দানের বিষয়টি কমিশন খতিয়ে দেখবে। ওই ব্যক্তিরা যদি বৌদ্ধ বা শিখ সম্প্রদায়েও ধর্মান্তরিত হন,তবেও তাঁরা তপশিলি জাতির মর্যাদা পাবেন। সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রক এনিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তিন সদস্যের কমিশনের বাকি সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক রবিন্দরকুমার জৈন ও ইউজিসির সদস্য তথা অধ্যাপক সুষমা যাদব। দু’বছরের মধ্যে কমিশন তার রিপোর্ট মন্ত্রকের কাছে জমা দেবে। সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষাক্ষেত্রে যাঁরা পিছিয়ে আছেন এবং তপশিলি জাতির মর্যাদা পাওয়ার যোগ্য, তাঁদের ব্যাপারে বিস্তারিত জানতে গঠন করা হচ্ছে এই কমিশন। এই সব ব্যক্তিদের অনেকেই ইসলাম বা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন। তাঁদেরও তপশিলি জাতির মর্যাদা দিতে চায় সরকার। সেই জন্যই কমিশন গঠন করা হয়েছে।
