ভারতে, প্রতিবছর বহু জওয়ান যুদ্ধক্ষেত্রের বদলে, দেশের অভ্যন্তরেই চপার দুর্ঘটনার শিকার হয়ে মারা যান। এই মৃত্যু অনভিপ্রেত ও তাঁদের সম্মানের পরিপন্থী। সেনাবাহিনীতে শতাব্দী প্রাচীন হেলিকপ্টারের ব্যবহার বন্ধ করার দাবি তুলে এবার প্রধানমন্ত্রীর (Narendra Modi) দ্বারস্থ হলেন ১৪০ জন সেনাধিকারিকের স্ত্রী। সূত্র অনুযায়ী, শুক্রবার ভারতীয় সেনা আধিকারিকদের স্ত্রী’দের সংগঠনের তরফে মিনাল ভোঁসলে ১৪০ জন সেনাকর্তার স্ত্রী’দের স্বাক্ষরিত অভিযোগপত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ইমেল করেন। প্রধানমন্ত্রী দপ্তর থেকে তার প্রাপ্তি স্বীকারও করা হয়েছে।
সংগঠনের তরফে মিনাল ভোঁসলে বলেন, ‘গত বছর তামিলনাড়ুর কুন্নুরে ভয়াবহ চপার দুর্ঘটনায় প্রাণ হারিয়ে ছিলেন সস্ত্রীক চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত সহ ১২ জন সেনা আধিকারিক। আজও সেই অপূরণীয় ক্ষতি দেশবাসীর মনে আছে। রাওয়াতের মৃত্যুর পরেই সেনাবাহিনীতে চিতা, চেতক বা চিনুক-এর মতো প্রাগৈতিহাসিক চপার বা হেলিকপ্টারের ব্যবহার বন্ধ করা নিয়ে জোরাল দাবি উঠেছিল। তবু সেই সব প্রাচীন হেলিকপ্টারের ব্যবহার থামেনি।
