বিজেপি বিরোধী ঐক্যকে ভয় পায়, বলেছেন তেজস্বী যাদব

পাটনা ১৭ফেব্রুয়ারি: বিজেপি দেশে বিরোধী ঐক্যকে ভয় পায়,বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এই দাবি করেছেন ।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করার পর পাটনা ফিরে এসে তেজস্বী যাদব এই মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক বিবৃতিতে মন্তব্য করেছিলেন, বিরোধী দলগুলি ঐক্যবদ্ধ হতে পারে না । তেজস্বী যাদব বলেন, “অমিত শাহ অনেক কিছু বলতে পারেন তবে তিনি এবং তার দল বিজেপির নেতারা বিরোধী ঐক্যকে ভয় পান। আমি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেছি এবং এর আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে দেখা করে দেশের বর্তমান রাজনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করেছি। আমরা প্রতিনিয়ত বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করছি।আমি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর আমন্ত্রণে শুক্রবার একটি নতুন সচিবালয় ভবনের উদ্বোধনের জন্য হায়দরাবাদ যাচ্ছি । ”
তেজস্বী যাদব ছাড়াও জেডি-ইউ এর সর্বভারতীয় সভাপতি লালন সিংও উদ্বোধন অনুষ্ঠানে হায়দরাবাদ যাবেন। সংবাদ সূত্র জানিয়েছে, আরও কিছু বিরোধী নেতা সেখানে একত্রিত হবেন এবং তারা বিজেপিকে বিরোধী ঐক্যের বার্তা দেওয়ার চেষ্টা করবেন।
তেজস্বী যাদব ছাড়াও, তার বড় ভাই বিহারের পরিবেশ ও বনমন্ত্রী তেজ প্রতাপ যাদব বিজেপির নিন্দা করে বলেছেন ,দেশকেই জঙ্গলরাজের দিকে নিয়ে যাচ্ছে বিজেপি ।তেজ প্রতাপ আরও বলেছেন ,“বিজেপি বিহারের মহাগঠবন্ধন সরকারকে হেয় করার চেষ্টা করছে এবং তাই তারা বিহারকে জঙ্গলরাজ বলছে। বিজেপির নেতারা দেশে খুনের সঙ্গে জড়িত । ”
তেজস্বী যাদব বিহারের মুখ্যমন্ত্রী হলে “লালু রাজ” ফিরে আসবে বলে বিতর্কিত জেডি-ইউ নেতা উপেন্দ্র কুশওয়াহারের এক বিবৃতির প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “আমাদের বিহারে নীতীশ এবং লালু সরকার আছে এবং এই সরকার বেকার যুবকদের চাকরি দিচ্ছে।”