মেট্রোর পিলার নীল সাদা করার আবেদন, চিঠি লিখলেন ফিরহাদ

বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস (TMC)। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তারপরেই বদলে যায় অনেক কিছুই। নবান্নের পাশাপাশি নীল সাদা রং দেখা যাচ্ছে বহু জায়গাতেই। এমনকি স্কুল ছাত্র-ছাত্রীদের পোশাকের রং করা হয়েছে নীল সাদা। আর এবার মেট্রো পিলারকে নীল সাদা করতে চাইছে কলকাতা পুরসভা। ইতিমধ্যেই কর্তৃপক্ষকে চিঠি লিখেছেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। যদিও মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হচ্ছে, এখনও পর্যন্ত কোনও চিঠিই পাননি তাঁরা। তবে আগামীতে এরকম কোন চিঠি আসলে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ। সমগ্র ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে কটাক্ষ করে বিজেপি নেতা বলেন,’মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আটকে গিয়েছে মেট্রোর কাজ এবার আবার নীল সাদা রং’। যদিও ঘটনা নিয়ে সাংসদ শান্তনু সেনের দাবি,’এটা কেবলমাত্র সৌন্দর্যায়নের দিকটা লক্ষ্য করে আবেদন করা হয়েছে। রাজনীতি করার মতন কিছুই দেখতে পাচ্ছি না’।