কামতাপুর রাজ্যের দাবিতে কোচবিহারে আকসুর আন্দোলন

কামতাপুর রাজ্যের দাবিতে কোচবিহারে (Coochbehar) ফের আন্দোলনে নামল অল কামতাপুর স্টুডেন্টস ইউনিয়নের (আকসু) সেন্ট্রাল কমিটি। দাবি পূরণের লক্ষ্যে সোমবার সংগঠনের তরফে শতাধিক সদস্য পুন্ডিবাড়ি থেকে প্রায় ১৫ কিলোমিটার পদযাত্রা করে কোচবিহারের জেলাশাসকের দপ্তর পর্যন্ত আসেন। সেখানে কিছুক্ষণ বিক্ষোভের পর তাঁরা জেলাশাসকের দপ্তরের মাধ্যমে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবিপত্র পাঠান। আন্দোলন প্রসঙ্গে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক কৌশিক বর্মন জানান, অবিলম্বে তাঁদের দাবি পূরণ না হলে আগামী দিনে তাঁরা বৃহত্তর আন্দোলন শুরু করবেন। এমনকি প্রয়োজনে আমরণ অনশনে নামবেন। এদিনের কর্মসূচিতে আকসুর কোচবিহার জেলা সভাপতি মিঠুন দাস, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।