নিয়োগ দুর্নীতি মামলা সরল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে, নির্দেশ সুপ্রিম কোর্টের

নিয়োগ দুর্নীতি মামলা সরল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) এজলাস থেকে। এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছে শীর্ষ আদালত। সম্প্রতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে অভিযোগ উঠেছিল, বিচারপতি গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন। যা শুনে প্রধান বিচারপতি বলেছিলেন, বিচারপতিরা কোনওভাবেই তাঁদের বিচারাধীন বিষয় নিয়ে টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে পারেন না। উনি যদি সাক্ষাৎকার দিয়ে থাকেন, তা হলে তিনি ওই মামলা শোনার অধিকার হারিয়েছেন। সে ক্ষেত্রে নতুন কোনও বিচারপতিকে দায়িত্ব দিতে হবে। যাঁদের স্কুলের বিভিন্ন স্তরে চাকরি গিয়েছে, তাঁদের অনেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। চাকরিহারাদের হয়ে আইনজীবী মীনাক্ষী অরোরা জানান, হাইকোর্টের বিচারপতি গত সেপ্টেম্বরে সাক্ষাৎকার (interview) দিয়েছিলেন। সেখানেই তিনি জানিয়ে দেন, তিনি এ বিষয়ে কী বিশ্বাস করেন। অর্থাৎ, নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে তিনি আগেই বিচার করে ফেলেছিলেন। এদিকে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে কলকাতা হাইকোর্টে স্কুলে নিয়োগের দুর্নীতির মামলার শুনানি থেকে সরিয়ে দেওয়ায় এই মামলায় যেসব রায় তিনি দিয়েছেন, তার ভবিষ্যৎ কী হবে, তা নিয়েও প্রশ্ন উঠে গেল।