হুবহু যেন রাহুল গান্ধী, দেখতে নয়, কাজে, কে জানেন?

এ যেন অন্য অভিষেক। হুবহু যেন রাহুল গান্ধীর কপি। এমনিতেই রাহুলের ভারত জোড়ো যাত্রার লোকাল কপি বলে অভিষেকের জনসংযোগকে বিঁধেছেন বিরোধীরা। অভিষেক অবশ্য তাতে কান দেননি। এদিন জনতার ভিড়ে তিনি যেন সত্যিই রাহুল গান্ধীর লোকাল কপিই বটে। তৃণমূলের নব জোয়ার জন সংযোগ যাত্রা কর্মসুচীতে ময়নাগুড়ি এসে জনগনের মাঝে মিশে গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি । শনিবার ক্রান্তি থেকে বেড়িয়ে সোজা ময়নাগুড়ি চলে আসেন তিনি। ময়নাগুড়ি শহরে অভিষেককে দেখার জন্য প্রচুর মানুষ ভিড় জমান। সেখানে অভিষেক কনভয় থেকে নেমে হাটতে শুরু করেন। অভিষেক ব্যানার্জিকে একবার দেখার জন্য তৃণমূল কর্মীদের পাশাপাশি প্রচুর সাধারন মানুষ ভিড় জমান। ভিড়ের মধ্যে মিশে সাধারণ মানুষের সঙ্গে ছবি তোলেন তিনি। মেটান সেল্ফি তোলার আবদার। অভিষেক ব্যানার্জিকে স্বাগত জানানোর জন্য ময়নাগুড়িতে তৃণমুল কর্মীরা ফুল, তেরঙ্গা বেলুন, ঢাক নিয়ে হাজির ছিলেন। ময়নাগুড়ি শহরে সিনেমাহল মোড়, ট্রাফিক মোড়, নতুন বাজার মোড়ে কনভয় থেকে নামেন অভিষেক। এরপর চলে যান জটিলেশ্বর মন্দিরে। সেখানে পুজো দেন তিনি। সেখান থেকে ময়নাগুড়ি ভোটপাট্টি এলাকায় জনসভায় যোগদেন তিনি।