টুইটারে প্রাণনাশের হুমকি পেলেন শিলিগুড়ির (Siliguri) বিজেপি (BJP) বিধায়ক শংকর ঘোষ (Shankar Ghosh)। হুমকি পাওয়ার পর শনিবার শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। বিধায়কের অভিযোগ, কালিয়াগঞ্জের ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি টুইটারে (Twitter) একটি পোস্ট করেছিলেন। এই পোস্টেই একজন তাঁকে প্রাণনাশের হুমকি দেয়। শংকর বিষয়টি নবজোয়ারের নজরে আনার চেষ্টাও করেন। তারপরই এদিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
বিধায়ক জানান, কালিয়াগঞ্জের রাজবংশী যুবক ও কিশোরীর মৃত্যু নিয়ে ২৭ তারিখ টুইট করেন তিনি। তারপর ২৮ তারিখ সেই পোস্টে প্রাণনাশের হুমকি তাঁর নজরে আসে। শংকর বলেন, ‘অন্য সামাজিক মাধ্যমের তুলনায় টুইটারে কম মানুষ থাকেন। তাঁরা মোটামুটি শিক্ষিত। আমাকে যিনি প্রাণনাশের হুমকি দিয়েছেন তিনিও শিক্ষিত এটা ধরে নিতে পারি। পোস্টটি তৃণমূলের নবজোয়ারকে ট্যাগ করা ছিল। সেই জন্যই কি আমাকে টার্গেট করা হল? আমি কোনও সুরক্ষা ছাড়াই ঘুরে বেড়াই। মালদায় যে ব্যক্তি ৯ এমএম পিস্তল নিয়ে স্কুলে ঢুকে গেল তাকে পাগল বলা হচ্ছে। এই রকম কোনও পাগল যে আমাকে একদিন রাস্তায় মেরে ফেলবে না তার কি গ্যারান্টি রয়েছে?’ পাশাপাশি তিনি জানান, এখনই কেন্দ্রের কাছে কোনও সুরক্ষা চাইবেন না। সাধারণভাবেই চলাফেরা করবেন।
