অভিষেককে পাত্তাই দিলেন না করিম, হু ইজ অভিষেক মন্তব্য ১১ বারের বিধায়কের

অভিষেক বাচ্চা ছেলে, হু ইজ হি’, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হাই প্রোফাইল সভার থেকে মাত্র কিলোমিটার দেড়েক দূরে নিজের বাড়িতে অসংখ্য সমর্থক পরিবেষ্ঠিত হয়ে এই ভাষাতেই ফের ক্ষোভ উগরে দিলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। করিম নিজেকে ‘বিদ্রোহী বিধায়ক’ ঘোষণা করেছেন আগেই। নিজেকে সরিয়ে নিয়েছিলেন দলীয় কর্মসূচি থেকে। কিন্তু তাও প্রত্যাশা ছিল অভিষেক তাঁকে বাড়িতে এসে আমন্ত্রণ করে সভায় নিয়ে যাবেন। সেই মতো কর্মী-সমর্থকদের নিয়ে প্রস্তুতও হয়ে ছিলেন তিনি। কিন্তু তার কিছুই হয়নি। অভিষেক সভা করে বেরিয়ে যেতেই ফের একবার ফুঁসে ওঠেন করিম চৌধুরী। জানান, তিনি রাজীব গান্ধিকে আশীর্বাদ করেছিলেন, রাজীব প্রধানমন্ত্রী হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কেও আশীর্বাদ করেছিলেন, কিন্তু অভিষেকের ভাগ্যটাই খারাপ। ১১ বারের বিধায়ক দলে যোগ্য সম্মান না পাওয়ায় সরব হয়েছেন করিম চৌধুরী। তিনি জানান, সারা দেশে ১১ বারের বিধায়ক কেউ নেই, অথচ তাঁর দলে কোনও সম্মান নেই। যারা খুন করছে তাঁরাই অভিষেকের সভায় থাকছে, দলের নেতৃত্ব তাঁদের নিরাপত্তা দিচ্ছেন বলেও সরব হয়েছেন তিনি। তবে দলের নাম্বার টু-র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেও তিনি দলে থাকবেন কি না সেই প্রশ্নে ধোঁয়াশাই বজায় রেখেছেন করিম চৌধুরী।