১০০তম পর্বে ‘মন কি বাত’, জনতাকে ঈশ্বরের সঙ্গে তুলনা করে আবেগঘন মোদি

১০০তম পর্বে পা দিল নরেন্দ্র মোদির (Narendra Modi) ‘মন কি বাত’। ২০১৪ সালে প্রথম ‘মন কি বাত’ অনুষ্ঠান শুরু করেছিল প্রধানমন্ত্রী। রবিবার ২২টি ভারতীয় ভাষা ও ১১টি বিদেশি ভাষায় সম্প্রচারিত হয়েছে এই অনুষ্ঠান। এদিন ১০০ পর্বে বক্তব্য রাখতে গিয়ে স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েন মোদি। তিনি জানান, এই অনুষ্ঠান তাঁর কাছে কোনও অনুষ্ঠান মাত্র নয়। তাঁর কাছে এই অনুষ্ঠান যেন এক পুজো। তাঁর মনের আধ্যাত্মিক যাত্রা (spiritual journey)। প্রসঙ্গত, কয়েকদিন ধরেই প্রধানমন্ত্রীর রেডিও অনুষ্ঠান নিয়ে প্রচার তুঙ্গে ছিল। ‘মন কি বাত’ সম্প্রচারের কথা টুইট (Tweet) করে জানিয়েছে রাষ্ট্রসংঘও (United Nation)। রাষ্ট্রসংঘের ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারে অনুষ্ঠানটি প্রচারিত হয়েছে। এদিন অনুষ্ঠানে মোদি বলেন, ‘আমার কাছে মন কি বাত ঈশ্বররূপী জনতা জনার্দনের চরণে প্রসাদের থালার মতো। মন কি বাত আমার মনের আধ্যাত্মিক যাত্রা। মন কি বাত স্ব থেকে সমষ্টিতে যাত্রা। মন কি বাত অহম থেকে বয়মের দিকে যাত্রা।‘