শনিবার হাজরা মোড়ে দাঁড়িয়ে সরকারি কর্মীদের পাশে থাকার বার্তা দিলেন তিনি। একইসঙ্গে আগামীদিনে DA আন্দোলনকারীদের কোন পথে হাঁটতে হবে, তার পরামর্শও দেন শুভেন্দু। তিনি এদিন বলেন, “আগামীদিনে লাগাতার কর্মবিরতির পথে যেতে হবে। কোনও মারপিটের প্রোগ্রাম করবেন না। এরা নিষ্ঠুর, এরা বর্বর। এরা যে কোনও সময় খুন করতে পারে। এরা ট্রিগার হ্যাপি।” এদিন মৃত্যুঞ্জয় বর্মণ প্রসঙ্গ টেনে তিনি তৃণমূলকে তোপ দাগেন। একইসঙ্গে তিনি বলেন, “অনশন করে শরীর নষ্ট করা যাবে না। আপনাদের হাতে কলম রয়েছে। কলমের খাপটা বন্ধ করলেই টাইট হবে। ধর্মঘটে যান। যোগ্য কর্মপ্রার্থীরা একইসঙ্গে আন্দোলন শুরু করুন। গণ আন্দোলন করুন। আইনি লড়াইতে আমরা আগামীদিনে জিততে পারব বলে আমরা আশা করছি।”
